5.EMI facilities কিভাবে পেতে পারি?
GENESIS provide you the smartest payment system of Bangladesh
বাংলাদেশের সর্বমোট 19 টি ব্যাংকের তিন ধরনের ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন।
1.VISA Card
2.MASTERCARD
3.AMEX Card
EMI facilities এর স্টেপগুলো সহজে বোঝার জন্য বিস্তারিত পড়ার অনুরোধ করছি:
1. EMI সুবিধা নেওয়ার জন্য আপনাকে Credit card ব্যবহার করতে হবে।
2. পেমেন্ট পেইজে প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়ার পর "Submit" বাটনে ক্লিক করুন।
3. পেমেন্ট গেটওয়ে পেইজ এ "Yes, I Got It" এ ক্লিক করুন।
4. CARDS অপশনে ক্লিক করুন।
5. প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়ার নির্দিষ্ট বক্সগুলোতে ক্লিক করে তথ্যগুলো প্রদান করুন। যেমন Credit card number, MM/YY, CVC/CVV, Card Holder Name.
6. আপনার ক্রেডিট কার্ড নাম্বার এর ডানপাশে একটি সবুজ বক্স এ Avail EMI এ ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী ইনস্টলমেন্ট (3/6 months) সিলেক্ট করুন।
7. তারপর একেবারে নিচে দিকে PAY বাটনে ক্লিক করুন।
www.genesisedu.info তে গিয়ে REGISTER এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন করা থাকলে লগইন করুন।
ধন্যবাদ।