13. শিডিউল থেকে লেকচার এবং এক্সাম দেওয়ার নিয়মাবলী
Schedule Guidelines :
1. শিডিউলে Regular Class, Feedback Class, Exam, Solve Class, Ask question, Rating ইত্যাদি সকল সুবিধা একসাথেই দেওয়া রয়েছে।
2. ক্লাস করার পর Ask Question অপশনটি অটোমেটিক্যালি একটিভ হবে। এই অপশনে Regular Class ও Solve Class এর উপর প্রশ্ন করতে পারবেন।
3. Rating দেওয়ার পূর্বেই ক্লাসে এটেন্ড করতে হবে, অথবা এই অপশনটি একটিভ হবে না। পরবর্তী যে কোন ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণের শর্ত হিসেবে Rating দেওয়া আবশ্যক রাখা হয়েছে। আপনাদের যেকোনো মন্তব্য/পরামর্শ রেটিং অপশনে টেক্সট হিসেবে দিতে পারবেন।
4. যে কোনো পরীক্ষা দেওয়ার পর প্রশ্নটি (উত্তর সহ/উত্তর ছাড়া) প্রিন্ট করতে পারবেন। পরীক্ষা দেওয়া ছাড়া Solve Class বাটনটি একটিভ হবে না। পরীক্ষা দেওয়া হলেই সংশ্লিষ্ট পরীক্ষার Solve Class এর বাটনটি ক্লিক করলে সংশ্লিষ্ট পরীক্ষার সলভ ক্লাসের ভিডিওটি প্লে হবে।
5. ব্যাচের সকল লেকচার ভিডিও, সলভ ক্লাস এবং পরীক্ষাগুলো চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত Available থাকবে।
6. শিডিউলের এর উপরে থাকা ফেসবুক আইকন থেকে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবেন। প্রিন্ট আইকনে ক্লিক করে পুরো শিডিউলটি প্রিন্ট করতে পারবেন। পুরো শিডিউল দেখার জন্য Full Schedule at a glance বাটনে ক্লিক করুন।
7. তারিখ, ক্লাস, এক্সামের নাম অথবা মেন্টরের নাম অনুযায়ী লেকচার এবং এক্সাম সার্চ করতে পারবেন।
8. আইটি রিলেটেড যে কোন সমস্যায় ড্যাশবোর্ডের Complain Box ব্যবহার করুন ।
9. আপনি অনলাইন ক্লাসে বসার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বসুন। ডিভাইসে (কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে) ফুল চার্জ করে নিন, ইন্টারনেট কানেকশন নিশ্চিত করে নিন, ক্লাস চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট ডিভাইসে কল আদান-প্রদান থেকে বিরত থাকুন। খাতা কলম নিয়ে বসুন, হেডফোন বা ইয়ারফোন সাথে রাখতে পারেন।
লেকচার দেখার নিয়মাবলী
প্রিয় চিকিৎসকবৃন্দ, জেনেসিসের বিভিন্ন ব্যাচ গুলোতে যারা ভর্তি হয়েছেন তারা অনলাইন লেকচার এবং এক্সাম দেওয়ার জন্য নিচের লেখাটি ভালো করে দেখে নিন।
লেকচার ক্লাস এবং অনলাইন এক্সাম দেওয়ার জন্য প্রয়োজনীয় ধাপগুলো লক্ষ্য করুন।
১. প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন (ইউসি ব্রাউজার Avoid করুন) ।
২. www.genesisedu.info ওয়েব সাইটে প্রবেশ করুন।
৩. Doctor Login ক্লিক করুন এবং আপনার USER ID ও Password দিয়ে লগইন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে Forgot Password এ ক্লিক করুন।
৪. আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে Schedule Lecture, Exam এ ক্লিক করে ব্যাচের নামের উপর ক্লিক করুন। এরপর View Schedule এ ক্লিক করুন। Schedule Lecture, Exam এ দেয়া নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী Online Lecture এবং Exam দেখতে পাবেন। নির্ধারিত তারিখ ও সময়ের আগে লেকচার এবং এক্সাম বাটনটি ইনএক্টিভ থাকবে।
৫. Lecture দেখার জন্য Enter Class বাটনে ক্লিক করুন।
৬. ভিডিও ON করার সাথে সাথেই স্ক্রিনের ভিডিও ফ্রেমে Video Password দেখতে পাবেন এবং এটি নির্ধারিত স্থানে লিখুন এবং Watch Video ক্লিক করুন । (অনুগ্রহপূর্বক ভুল করে আপনার প্রোফাইলের লগইন পাসওয়ার্ড লিখবেন না)
৭. ভিডিওগুলো সার্ভার থেকে লোড হতে ৫ মিনিট সময় লাগতে পারে।
৮. ভিডিও স্ট্রিমিং অ্যাভয়েড করতে হাই নেট স্পিড এনসিওর করুন এবং সেটিংস থেকে ভিডিও রেজুলেশন কমিয়ে নিন।
৯. ভিডিও Pause করার অপশন রয়েছে, কোন কারনে Short Break এর প্রয়োজনে ভিডিওটি Pause করতে পারবেন। আপনার সুবিধা ও প্রয়োজনমতো সামনে-পেছনে টেনে দেখতে পারবেন এবং স্পিড বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারবেন।
অনলাইন এক্সাম দেওয়ার নিয়মাবলী
১. Exam দেয়ার জন্য Enter Exam বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই একটি নির্দেশনা দেখতে পাবেন। সেখানে OK বাটনের উপরে ক্লিক করলেই এক্সাম শুরু হয়ে যাবে। তাই এক্সামের প্রিপারেশন নিয়েই ক্লিক করবেন ।
২. উত্তরে যেকোনো একটি বৃত্ত Click করুন। বৃত্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
৩. পরবর্তী প্রশ্ন পেতে চাইলে NEXT বক্স এ Click করুন। কোন প্রশ্নে নেক্সট বাটন ক্লিক করলে তা আপনি উত্তর করেছেন বলে কাউন্ট করা হবে। কোন প্রশ্ন এই মুহূর্তে Answer না করে পরবর্তীতে আবার প্রশ্ন টি পেতে চাইলে Skip বক্স এ Click করুন। সিরিয়ালের শেষ প্রশ্নটি Answer করার পর Skip করে আসা প্রশ্ন গুলো Answer করার সুযোগ পাবেন।
৪. পরীক্ষা শেষ হলে Submit বক্স এ Click করুন। পরীক্ষা দেয়া অবস্থায় আপনার Remaining time এর দিকে খেয়াল রাখুন। টাইম শেষ হয়ে গেলে অটো সাবমিট হয়ে যাবে।
৫. কোন কারনে আপনার ইন্টারনেট কানেকশন ড্রপ করলে অথবা পরীক্ষা দিতে সমস্যা হলে লগ আউট হয়ে পুনরায় লগইন করুন। আপনি পরীক্ষাটি সর্বশেষ যে পর্যন্ত দিয়েছেন সেখান থেকে আপনাকে শো করবে।
How can I get full question & result?
১. আপনার Exam টি সম্পূন হবার পর Finish বাটনে click করে Result & Answer Details দেখতে পারবেন।
২. এখানে Correct Mark, Wrong Answer, Negative Mark, ঐ পরীক্ষায় Highest Mark ও আপনার পজিশন সহ রেজাল্ট সামারি দেখতে পাবেন। View Answer এ আপনার পূর্ণাঙ্গ প্রশ্ন ও উত্তরপত্র প্রর্দশিত হবে। এখান থেকে আপনি প্রশ্নটি প্রিন্ট করে নিতে পারবেন।
৩. সলভ ক্লাসের জন্য Back to Schedule বাটনে ক্লিক করুন। এখানে লেকচার ক্লাসের মতো সলভ ক্লাসটি আপনি করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য :
আপনি একাধিক IP address অর্থাৎ ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে বারবার লগইন করলে আপনার একাউন্ট পার্মানেন্টলি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার নিয়মিত ব্যবহার্য ডিভাইসটি ব্যবহার করুন।
ধন্যবাদ।