1. জেনেসিস এ বাসায় বসেই ভর্তি হওয়ার কোন উপায় রয়েছে ?
অনলাইন রেজিস্ট্রেশনের নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ
1. যেকোনো ব্রাউজার ওপেন করুন ( ইউসি ব্রাউজার এভয়েড করবেন। )
2. যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না, তারা প্রথমে www.genesisedu.info তে গিয়ে REGISTER এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।(বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন। যারা স্থায়ী BMDC নাম্বার পান নি তারা অস্থায়ী BMDC নাম্বার ব্যবহার করবেন। এতেও সমস্যা হলে মোবাইল নাম্বারের শেষের 6-digit ব্যবহার করবেন)
বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন ।
3. যারা আগে কোন সময় GENESIS এ ভর্তি ছিলেন কিন্তু User ID & Password জানেন না অথবা ভুলে গিয়েছেন তারা Check Registration Status / Forgot Password এ ক্লিক করুন।
4. আপনার user ID ও Password দিয়ে www.genesisedu.info এ লগইন করুন।
NB: Please don't use any special character in Password like " @ ! # $ " etc. Use only letter and number "abc123" etc.
সম্মানিত চিকিৎসক,
শুভেচ্ছা গ্রহন করুন। আমাদের ওয়েবসাইটগুলো বিশ্বের সর্ববৃহৎ সার্ভার সেবাদাতা প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভার থেকে সরাসরি পরিচালিত হচ্ছে।
সরকার কর্তৃক সরাসরি ক্লাসরুমে পাঠদানের অনুমতি পাওয়া গেলে অফলাইন সার্ভিস এর পাশাপাশি অনলাইন সার্ভিস পুরোপুরি আগের মতই অব্যাহত থাকবে।
এফসিপিএস পার্ট-১ এবং রেসিডেন্সি/ডিপ্লোমা, এমফিল পরীক্ষা ও MRCP,MRCS,MRCOG+ এডমিশন প্রস্তুতির জন্য www.genesisedu.info ব্রাউজ করুন।
ডেন্টিস্ট্রির(এফসিপিএস পার্ট-১ এবং রেসিডেন্সি/ডিপ্লোমা, এমফিল পরীক্ষা) জন্য www.edudent.info ব্রাউজ করুন।
এফসিপিএস Part-2,Part-2 Preliminary,MCPS,Diploma Final এবং রেসিডেন্সি Phase A &B এর জন্য www.genesispg.info ব্রাউজ করুন।
বিসিএস এর প্রস্তুতির জন্য www.genesisbcscare.com এ ব্রাউজ করুন।
পাবলিকেশন থেকে সর্বশেষ এডিশনের অরিজিনাল লেকচার শিট অথবা বইপত্র কেনার জন্য www.medicalbooksonline.net এ ব্রাউজ করুন। ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ ও নিরাপদ থাকুন।
এ মুহূর্তে যে সকল ব্যাচ গুলোতে ভর্তি চলছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন