Offline Medicine Friday Mega Batch January'24 | GENESIS

#Offline_Medicine_Friday_Mega_Batch_January_2024
#Starting_From_16_June_2023

সম্মানিত চিকিৎসকবৃন্দ !!

♦️''লক্ষ্য যখন FCPS P-I"

একজন FCPS ডিগ্রী ধারী হতে চান?

Doctor দের জন্য MBBS কমপ্লিট করা মানে থেমে যাওয়া নয়।

প্রতি বছর এক ঝাঁক মেধাবী তরুন চিকিৎসক MBBS নামক ৫ বছরের লম্বা জার্নি শেষ করে হাফ ছেড়ে বাঁচার চেষ্টা করে থাকেন।

কিন্তু পিছু ছাড়েনা পোস্টগ্রাজুয়েশন এর স্বপ্ন!!!

তাদের আর থেমে থাকা হয় না, শুরু হয় আরেক লড়াই.....

এ যেন নদী ডিঙিয়ে অতল সাগরে যেয়ে পরা!!!

এই FCPS Part-I পরীক্ষায় সফলতার জন্য দরকার একটি সঠিক গাইডলাইন এবং পরিকল্পনা।

এমবিবিএস পাশের পর ইন্টার্নশিপ শেষ করার সাথে সাথে একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করা যায় আর সেটা হলো FCPS Part-I পরীক্ষা।

Basic এবং Clinical এই দুধরনের Knowledge এর পরীক্ষার নামই হচ্ছে পার্টওয়ান পরীক্ষা।

এই ব্যাচ কাদের জন্য:

১। যারা মাত্রই ইন্টার্নশীপ শেষ করেছেন বা ইন্টার্নশীপের শেষ দিকে আছেন।

২। যারা একদম নতুন করে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে প্রস্তুতি শুরু করতে চান।

৩। যারা একটু বেশী সময় নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে চান।

৪। যাদের আগামীতে শুধু পার্টওয়ান পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ রয়েছে।

৫। যারা কোনো জবে আছেন পাশাপাশি পার্ট-১ পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে চান।

৬। যারা সপ্তাহে ১ দিন (শুক্রবার) ঢাকায় এসে ক্লাস করবেন।

৭। যারা অনলাইন ক্লাসের সাথে কোনো ভাবেই এডজাস্ট করতে পারছেন না।


আরেকটা সুবিধা হলো একবার পার্টওয়ানের প্রস্তুতি ভালোভাবে নিতে পারলে এই নলেজ দিয়ে অন্যান্য এন্ট্রান্স পরীক্ষার জন্য ও খুব সহজেই প্রস্তুতি নেয়া সম্ভব হয়।  


👉স্বশরীরে উপস্থিত হয়ে ক্লাস করা যাদের সুযোগ আছে তাদের অবশ্যই অফলাইনে ক্লাসের প্রতি জোর দেয়া উচিত। 

👉সরাসরি ক্লাস করলে আপনি মেন্টরকে প্রশ্ন করতে পারবেন পড়া বুঝে নিতে পারবেন এবং ক্লাসে পরীক্ষা দিয়ে নিজের ইভালুয়েশন সাথে সাথেই পেয়ে যাবেন।
👉ক্লাসের অন্য চিকিৎসকদের সাথে ইন্টারেকশন হবে এবং পড়াশোনার গতি বাড়বে।


আগামী জানুয়ারী ২০২৪ এ যারা এফসিপিএস পার্টওয়ান পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য প্রয়োজন একটি সঠিক গাইডলাইন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে আপনিই হবেন বিজয়ী।

আপনি কি এ্যানাটমী, ফিজিওলজি ২৪তম ডেভিডসন কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে প্রস্তুতি নিতে চান ?
এখানে এ্যানাটমী এবং ফিজিওলজি ক্লাস গুলো এমন ভাবে করানো হবে যাতে এ্যানাটমী এবং ফিজিওলজি পাশাপাশি ২৪ তম ডেভিডসন এর সাথে  কোরিলেট করা যায়  মেডিসিন  অ্যাসপেক্ট অনুসারে।

এই ব্যাচে যা যা পড়ানো হবে

  👉24th  Davidson
 
👉Related Anatomy 
 
👉Physiology 
 
👉Biostatistics

সকল ক্লাস এমনভাবে  সাজানো হয়েছে যেখানে মেডিসিনের অভিজ্ঞ মেন্টরবৃন্দ কোন টপিক্স আলোচনার সময়  টপিক্সটি থেকে কিভাবে FCPS P-1 পরীক্ষায়   প্রশ্ন  হয় সে বিষয়ে সুস্পষ্ট ভাবে গাইডলাইন দিবেন।

#তাই 24th Davidson কিভাবে পড়বেন, কতোটুকু পড়বেন, কিভাবে পার্ট ওয়ানের প্রস্তুতির  উপযোগী করে তুলবেন  তা আয়ত্ত করার বিশেষ কৌশল শেখানো হবে  Exclusive 24th Davidson লেকচার  এর মাধ্যমে।আর থাকছে Biostatistics এর উপর Special Lecture


জেনেসিসে  Davidson বইটি এমন ভাবে পড়ানো হয় যাতে  Davidson ভীতি দূর হয়।


আপনাদের কথা চিন্তা করে জেনেসিস  জানুয়ারী ২০২৪ সেশনের FCPS Part-I মেডিসিন & এলাইড পরীক্ষার্থীদের জন্য আগামী ১৬ই জুন  থেকে জেনেসিস শুরু করতে যাচ্ছে  Offline Medicine Friday Mega Batch  January 2024 .

🍀🍀জেনেসিস  সবসময়  আপনার স্বপ্নের গন্তব্যের পথকে সুগম করে  তাই,আর দেরি নয় !  এখনই যুক্ত হয়ে যান আপনার আকাঙ্ক্ষিত লালিত স্বপ্ন পূরণের টিমে !! 🟥

এই ব্যাচে অফলাইনে ক্লাসের মাধ্যমে আপনারা ক্লাসগুলো করবেন।  প্রতিটি ক্লাসের উপর পরের ক্লাসের আগে অফলাইনে MCQ & SBA ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে।

প্রতিটি ক্লাস টেস্টের পর থাকবে সলভ ক্লাস। কয়েকটি ক্লাস শেষে প্রিভিয়াস টপিক্সগুলোর ওপর সিংগেল বেস্ট আন্সারের রিভিউ এক্সাম থাকবে।

পুরো সিলেবাস শেষ হওয়ার পরে বিসিপিএসের পরীক্ষার আদলে থাকবে আলাদা আলাদা করে পেপার ওয়াইজ ২টি বিসিপিএস স্ট্যান্ডার্ড মক টেস্ট । মক টেস্টের আগে প্রতিটি সাবজেক্টের উপর এক্সক্লুসিভ টিপ্স ক্লাস থাকবে। এছাড়া প্রয়োজন মাফিক লাইভ ফিডব্যাক ক্লাস নেয়া হবে।


💻পুরো কোর্সটা অফলাইনে হবে। 
ক্লাস ও পরীক্ষা: জেনেসিস সেন্টার, ২৩০,নিউ এলিফ্যান্ট রোড,রাজমঞ্জিল, ৩য় তলা ( ৩০২ ও৩০৩ নং রুম ),কাঁটাবন মোড়,ঢাকা-১২০৫।

👉 সর্বমোট লেকচার ৩০ টি ।
👉 রিভিউ এক্সাম এবংসলভ সেশন ০৩  টি  ।
👉 ক্লাস টেস্ট ও এক্সক্লুসিভ সলভ সেশন  ২৩ টি ।
👉২৪তম ডেভিডসন উপর বুক মারকিং ক্লাস ১৬টি ।
👉 স্পেশাল টিপস-এন্ড-ট্রিকস  ০৩ টি ।
👉 মক টেস্ট   ০২ টি (পেপার I,II,III ) 
👉 রেজিস্ট্রেশন ফি ‌: ১৮০০০/-(লেকচার শীট সহ - ১৬০০০/-(লেকচার শীট ব্যতিত )

✌️ দুইটি ইনস্টলমেন্ট এর মাধ্যমে ভর্তির সুবিধা রয়েছে।

🎁এককালীন পেমেন্ট এ নতুনদের জন্য কোর্স ফি এর ১০% এবং পুরাতন ভর্তি ডাক্তারদের জন্য ৫% স্পেশাল অনার রয়েছে।

🎉 জেনেসিস পরিবারের পূর্বের সদস্যদের জন্য তো স্পেশাল ছাড় রয়েছেই।

👉অনলাইন রেজিস্ট্রেশনের নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ
👉 যেকোনো ব্রাউজার ইউজ করুন (ফেসবুক ও ইউসি ব্রাউজার এভয়েড করবেন।)

👉  Batch Details এর  নিচে দেওয়া  Admission Link এ ক্লিক করুন।

👉 আপনি যে ডিসিপ্লিনে এডমিশন নিতে চান তা সংশ্লিষ্ট Enroll Now বাটনে ক্লিক করুন।

👉  আপডেট শিডিউল দেখতে পাবেন। এডমিশন এর জন্য Full Schedule এর পাশের Enroll Now বাটনে ক্লিক করুন ।

👉 আপনি যদি Log In অবস্থায় না থাকেন তাহলে আপনার রেজিষ্টার্ড মোবাইল নাম্বার ইনপুট দিন এবং সাবমিট বাটনে ক্লিক করে পাসওয়ার্ড ইনপুট দিন। (যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলেForgot Password link এ ক্লিক করে পাসওয়ার্ড  রিকভারি করতে পারবেন।)

👉 আপনি যদি জেনেসিসে আগে রেজিঃ করে না থাকেন তাহলে মোবাইল নাম্বার ইনপুট দিন। আপনার নাম্বারে ১ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড চলে যাবে। উক্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। 

👉 Lecture Sheet : লেকচার শিট সহ ভর্তি হতে চাইলে Yes এবং ছাড়া ভর্তি হতে চাইলে No সিলেক্ট করে সাবমিট করুন।।

👉  Pay Now অপশনে ক্লিক করুন।

 👉 যারা লেকচার শিট সহ ভর্তি হয়েছেন তারা কুরিয়ারে নিতে চাইলে ডেলিভারি পয়েন্টে Courier Address সিলেক্ট করে আপনার কুরিয়ার এড্রেসটি লিখবেন আর যারা জেনেসিস অফিস থেকে নিতে চান তারা GENESIS Office Collection সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করবেন । বিকাশ,ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

👉 পেমেন্ট কমপ্লিট করার পর আপনার প্রোফাইলের সিডিউলের উপরে লিংক আইকনে ক্লিক করে  এই ব্যাচের ফেসবুক এবং হোয়াটস্অ্যাপ গ্রুপে সংযুক্ত হবেন। (ড্যাশবোর্ড এর মাই কোর্স অপশনে ক্লিক করলে ব্যাচের রেজিস্ট্রেশন নাম্বার টি দেখতে পাবেন।)

📷ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 0964-3001010,  নাম্বার এ  সকাল ০৮.০০টা থেকে রাত ১০.০০টার মধ্যে ফোন দিবেন। 

👉 0. লগ-ইন,রেজিষ্ট্রেশন, পেমেন্ট ও টেকনিক্যাল সমস্যার জন্য কাস্টমার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে শুন্য ০ চাপুন ।
👉1. এফসিপিএস পার্ট- ১ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য ১ চাপুন।
📩 ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।


🌸🌸 Alternative Admission System :


👉 যারা পূর্বে কখনো GENESIS এ ভর্তি ছিলেন না তারা প্রথমে www.genesisedu.info তে গিয়ে Register এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন । রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন। যারা স্থায়ী BMDC নাম্বার পান নি তারা অস্থায়ী BMDC নাম্বার ব্যবহার করবেন। এতেও সমস্যা হলে মোবাইল নাম্বারের শেষের 6-digit ব্যবহার করবেন)

যারা আগে কোন সময় GENESIS এ ভর্তি ছিলেন কিন্তু User ID & Password জানেন না অথবা ভুলে গিয়েছেন তারা Check Registration Status / Forgot Password এ ক্লিক করুন।

👉আপনার user ID & Password দিয়ে www.genesisedu.infoতে লগইন করুন।

👉 আপনার profile এর dashboard এ admission form এ ক্লিক করুন।

👉 Admission form এ গিয়ে :

# Institute সিলেক্ট করুন BCPS

# Course সিলেক্ট করুন FCPS Part-I

# Session সিলেক্ট করুন  January'24 P-I 

# Discipline সিলেক্ট করুন : সিলেক্ট করুন আপনি যে ডিসিপ্লিনে পরীক্ষা দিতে চান। (অবশ্যই মাদার সাবজেক্ট )

# Service Point/Branch সিলেক্ট করুন # Offline (মনে রাখুন Offline)

# Batch সিলেক্ট করুন: Offline Medicine Friday Mega Batch  January 2024

# Lecture Sheet : লেকচার শিট সহ ভর্তি হতে চাইলে #Yes এবং ছাড়া ভর্তি হতে চাইলে
 No সিলেক্ট করুন

👉  SUBMIT বাটনে ক্লিক করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন মাধ্যম দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

যারা লেকচার শিট সহ ভর্তি হয়েছেন তারা কুরিয়ারে নিতে চাইলে ডেলিভারি পয়েন্টে Courier Address সিলেক্ট করে আপনার কুরিয়ার এড্রেসটি লিখবেন আর যারা জেনেসিস অফিস থেকে নিতে চান তারা GENESIS Office Collection সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।

👉 পেমেন্ট কমপ্লিট করার পর আপনার প্রোফাইলের সিডিউলের উপরে লিংক আইকনে ক্লিক করে  এই ব্যাচের ফেসবুক এবং হোয়াটস্অ্যাপ গ্রুপে সংযুক্ত হবেন।(ড্যাশবোর্ড এর মাই কোর্স অপশনে ক্লিক করলে ব্যাচের রেজিস্ট্রেশন নাম্বার টি দেখতে পাবেন।)

সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন।

View Schedule Admission Link