Online Foundation Core Batch July 24 | GENESIS

#Online_ FCPS_Part-1_Foundation_Core_Batch _July_2024
 

প্রিয় চিকিৎসকবৃন্দ !!

♦️''লক্ষ্য যখন FCPS P-I"

একজন FCPS ডিগ্রী ধারী হতে চান?

Doctor দের জন্য MBBS কমপ্লিট করা মানে থেমে যাওয়া নয়।

প্রতি বছর এক ঝাঁক মেধাবী তরুন চিকিৎসক MBBS নামক ৫ বছরের লম্বা জার্নি শেষ করে হাফ ছেড়ে বাঁচার চেষ্টা করে থাকেন।

কিন্তু পিছু ছাড়েনা পোস্টগ্রাজুয়েশন এর স্বপ্ন !!!

তাদের আর থেমে থাকা হয় না, শুরু হয় আরেক লড়াই.....

এ যেন নদী ডিঙিয়ে অতল সাগরে যেয়ে পরা !!!

এই FCPS Part-I পরীক্ষায় সফলতার জন্য দরকার একটি সঠিক গাইডলাইন এবং পরিকল্পনা।

এমবিবিএস পাশের পর ইন্টার্নশিপ শেষ করার সাথে সাথে একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করা যায় আর সেটা হলো FCPS Part-I পরীক্ষা।

Basic এবং Clinical এই দুধরনের Knowledge এর পরীক্ষার নামই হচ্ছে পার্টওয়ান পরীক্ষা।

আপনি কি বেসিক ও ক্লিনিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে প্রস্তুতি নিতে চান ?

আগামী জুলাই ২০২৪ এ  রেডিওলজি এন্ড ইমেজিং, ডার্মাটোলজিইএনটি, ফিজিক্যাল মেডিসিন, রেডিওথেরাপি, অফথালমোলজি, সাইকিয়াট্রি, এনেস্থেশিওলজি তে যারা FCPS Part-1 পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য জেনেসিস নিয়ে এলো Online_ FCPS_Part-1_Core_Batch _July_2024

এই ব্যাচ কাদের জন্য:

১। যারা মাত্রই ইন্টার্নশীপ শেষ করেছেন বা ইন্টার্নশীপের শেষ দিকে আছেন।

২। যারা একদম নতুন করে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে প্রস্তুতি শুরু করতে চান।

৩। যারা একটু বেশী সময় নিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে চান।

৪। যাদের আগামীতে শুধু পার্টওয়ান পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ রয়েছে।

৫। যারা কোনো জবে আছেন পাশাপাশি পার্ট-১ পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে চান।

💻পুরো কোর্সটা online হবে। (Online Premium record Lecture & Solve Class থাকবে।)

Course Outline  

💻জুলাই'২৪ এর জন্য সম্পূর্ণ নতুন Exclusive Video Recorded Basic & Clinical class

💻 জুলাই'২৪ এর জন্য সম্পূর্ণ নতুন এডিশন লেকচার শিট

👉 সর্বমোট লেকচার ৪ টি ।
👉 বেসিক লেকচার  ২৮ টি, ক্লিনিক্যাল লেকচার ১০-১৫ টি।
👉 রিভিউ এক্সাম এবংসলভ সেশন ০৭  টি  ।
👉 ক্লাস টেস্ট ও এক্সক্লুসিভ সলভ সেশন  ৫০ টি ।
👉 স্পেশাল টিপস-এন্ড-ট্রিকস  ০৩ টি ।
👉 মক টেস্ট   ০২ টি
👉 ক্লাস ও পরীক্ষা www.genesisedu.info এর মাধ্যমে হবে।

👉 রেজিস্ট্রেশন ফি ‌: ২০০০০/-লেকচার শীট সহ

                                = ১৭০০০/-(লেকচার শীট ব্যতিত )

🎁🎉আকর্ষনীয় অফার-

  💥  ২ টি ইনস্টলমেন্টের মাধ্যমে ভর্তি সুবিধা রয়েছে।

💥  জেসেসিস পরিবারের পূর্বের সদস্যদের জন্য ২০০০/- অনার।

💥  সিংগেল পেমেন্ট ওয়েবার:

 জেনেসিস পরিবারের নতুন সদস্যদের জন্য ১০% অনার।

 জেনেসিস পরিবারের পূর্বের সদস্যদের জন্য ৫% অনার।

 

রেডিওলজি এন্ড ইমেজিং, 

ডার্মাটোলজি,

ইএনটি,

ফিজিক্যাল মেডিসিন,

রেডিওথেরাপি,

অফথালমোলজি,

সাইকিয়াট্রি,

এনেস্থেশিওলজি,

Note: ফিজিক্যাল মেডিসিনে যারা ভর্তি হবেন উনাদের আলাদা একটি বই পাবলিকেশন থেকে ক্রয় করতে হবে যা এই প্যাকেজ এর অন্তর্ভুক্ত নয়। তবে সেক্ষেত্রে ভর্তি কৃতদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। (sent with fire effect)
 

 

👉 Class Days  Mon + Thu (clinical class will be held on other day)

👉অনলাইন রেজিস্ট্রেশনের নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ

👉 যেকোনো ব্রাউজার ইউজ করুন (ফেসবুক ও ইউসি ব্রাউজার এভয়েড করবেন।)

👉  Batch Details এর  নিচে দেওয়া  Admission Link এ ক্লিক করুন।

👉 আপনি যে ডিসিপ্লিনে এডমিশন নিতে চান তা সংশ্লিষ্ট Enroll Now বাটনে ক্লিক করুন।

👉  আপডেট শিডিউল দেখতে পাবেন। এডমিশন এর জন্য Full Schedule এর পাশের Enroll Now বাটনে ক্লিক করুন ।

👉 আপনি যদি Log In অবস্থায় না থাকেন তাহলে আপনার রেজিষ্টার্ড মোবাইল নাম্বার ইনপুট দিন এবং সাবমিট বাটনে ক্লিক করে পাসওয়ার্ড ইনপুট দিন। (যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলেForgot Password link এ ক্লিক করে পাসওয়ার্ড  রিকভারি করতে পারবেন।)

👉 আপনি যদি জেনেসিসে আগে রেজিঃ করে না থাকেন তাহলে মোবাইল নাম্বার ইনপুট দিন। আপনার নাম্বারে ১ মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড চলে যাবে। উক্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। 

👉 Lecture Sheet : লেকচার শিট সহ ভর্তি হতে চাইলে Yes এবং ছাড়া ভর্তি হতে চাইলে No সিলেক্ট করে সাবমিট করুন।।

👉  Pay Now অপশনে ক্লিক করুন।

 👉 যারা লেকচার শিট সহ ভর্তি হয়েছেন তারা কুরিয়ারে নিতে চাইলে ডেলিভারি পয়েন্টে Courier Address সিলেক্ট করে আপনার কুরিয়ার এড্রেসটি লিখবেন আর যারা জেনেসিস অফিস থেকে নিতে চান তারা GENESIS Office Collection সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করবেন । বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড... ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।

👉 পেমেন্ট কমপ্লিট করার পর আপনার প্রোফাইলের সিডিউলের উপরে লিংক আইকনে ক্লিক করে  এই ব্যাচের ফেসবুক এবং হোয়াটস্অ্যাপ গ্রুপে সংযুক্ত হবেন। (ড্যাশবোর্ড এর মাই কোর্স অপশনে ক্লিক করলে ব্যাচের রেজিস্ট্রেশন নাম্বার টি দেখতে পাবেন।)

📷ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 0964-3001010,নাম্বার এ  সকাল ০৮.০০টা থেকে রাত ১০.০০টার মধ্যে ফোন দিবেন  অথবা হোয়াটসঅ্যাপ করুন 01404432580,

 

(বিঃদ্রঃ👉 কর্তৃপক্ষ প্রয়োজন বোধ করলে/জরুরী প্রয়োজনে মৌখিক বা অঙ্কিত নোটিশ দিয়ে ক্লাস/পরীক্ষার সময়সূচি সংশোধন, সংযোজন, বিয়োজন বা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং ক্লাস / পরীক্ষা অফলাইন /লাইভ/রেকর্ডিং ক্লাসের মাধ্যমে নিতে পারবেন, ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গন্য হইবে।)

সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন।

View Schedule Admission Link